ফুলবাড়ি, ২১ আগস্টঃ সাত সকালে উদ্ধার হল প্রায় সাত ফুট লম্বা বিষধর শঙ্খিনী বা শাঁখামুঠি সাপ।
জানা গিয়েছে, বুধবার সকালে ফুলবাড়ি সংলগ্ন পুঁটিমাড়ি এলাকার একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়েছিল সাপটি। স্থানীয়রাই সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়।
জানা যায়, সাধারণত শঙ্খিনী সাপ বিষধর হলেও সুন্দর ও শান্ত প্রকৃতির হয়।