কার্শিয়াং,৬ জুনঃ সংক্রমণ এড়াতে কোয়ারেন্টিন সেন্টারের আবাসিকদের দড়ির মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছেন স্থানীয়রা।কার্শিয়াং মহকুমার অন্তর্গত সোনাদা সংলগ্ন মারগ্রেট হপ-এ এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার বাসিন্দারা।
সূত্রের খবর, করোনা নিয়ে যথেষ্ট সচেতন এই গ্রামের বাসিন্দারা।তারা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামে তৈরি করেছেন কোয়ারেন্টিন সেন্টার।যারা বাইরে থেকে আসছেন তাদেরকে সেই কোয়ারেন্টিন সেন্টারে রাখা হচ্ছে।এছাড়াও করোনা থেকে লড়তে জয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা জানান,কোয়ারেন্টিন সেন্টারে যারা রয়েছেন তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তার খেয়াল রাখা হচ্ছে।পাশাপাশি সুরক্ষার কথা মাথায় রেখে দড়ির মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।