সংক্রমণ এড়াতে কোন মাস্ক ব্যাবহার করবেন? কি বলছেন ডাক্তার শঙ্খ সেন

শিলিগুড়ি,২৩ এপ্রিলঃ কাপড়ের মাস্ক নয়, ভাইরাস আটকাতে হলে পড়তে হবে সার্জিক্যাল মাস্ক বা N95। প্রথম দফায় করোনা সংক্রমন ছড়িয়ে পড়তেই বিশেষজ্ঞরা সাবধান করেছিলেন সংক্রমন এড়াতে মাস্ক ব্যাবহার করতে হবে এবং তা অবশ্যই সার্জিক্যাল মাস্ক। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনেকেই মাস্কের ব্যাবহার ছেড়ে দিয়েছিলেন। তবে এইসময় পরিস্থিতি আবার হয়ে উঠছে ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা বলছেন এখনই আবার সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মেনে চললে আরও ভয়ঙ্কর আকার নিতে চলেছে এই সংক্রমন। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় হল মাস্ক। তবে কাপড়ের মাস্ক কখনই ভাইরাসকে আটকাতে পারেনা তাই ভিড়ের মধ্যে গেলে সাধারন মানুষের অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যাবহার করা উচিত। যারা জরুরী পরিষেবা দিয়ে চলেছেন তারা N95 ব্যাবহার করতে পারেন।


শিলিগুড়ির প্রখ্যাত ডাক্তার শঙ্খ সেন জানান, এমন মাস্ক পড়তে হবে যা নাক ও মুখের চারিপাশে আটকে থাকে। কারন কোনো ফাক থাকলেই সেইদিক দিয়ে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই মাস্ক যাতে আটোসাটো থাকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। এক্ষেত্রে তিনটে স্তরযুক্ত সার্জিক্যাল মাস্ক ব্যাবহারেরই পরামর্শ দেন তিনি। তবে কারও কাছে সার্জিক্যাল বা N95 মাস্ক না থাকলে তিনি কাপড়ের মাস্ক ব্যাবহার করতে পারেন। তা অন্তত কিছুটা সুরক্ষিত রাখবে মানুষকে। মাস্ক অবশ্যই মাস্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş