লকডাউনে বন্ধ কাজ, সন্তানের দুধ কেনার জন্য সাহায্যের আর্জি অসহায় বাবার

শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের ঢাকনিকাটা এলাকার বাসিন্দা জয়ন্ত রায়।একটি কাপড়ের দোকানে কাজ করে সংসার চালান তিনি।কিন্তু লকডাউনে কাজ বন্ধ রয়েছে।লকডাউনের পর কিছুদিন ঠিকঠাক চললেও বর্তমানে তার কাছে কোনো অর্থ নেই।এমনকি তার ৯ মাসের শিশুর দুধ কেনার টাকা পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে তার শিশুর দুধ কেনার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।


জয়ন্ত বাবু জানান, ছয় সদস্যের পরিবার তার।পরিবারে উপার্জনের মানুষ একমাত্র তিনিই।কিন্তু লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় একপ্রকার না খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের।তাদের ৯ মাসের এক সন্তান রয়েছে।বর্তমানে তাঁর জন্য দুধ কেনার টাকাও তার কাছে নেই।এই অবস্থায় যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কৃতজ্ঞ হবেন তিনি।

সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ- ৮৯০৬১০৯৫৫৬


5 thoughts on “লকডাউনে বন্ধ কাজ, সন্তানের দুধ কেনার জন্য সাহায্যের আর্জি অসহায় বাবার

  1. রণজিৎ মণ্ডল says:

    শিলিগুড়ি টাইমস এই পরিবারের জন্য কিছুই কি করবে না শুধু খবর দেখিয়ে দায় শেষ ?

  2. Monalisa sengupta says:

    ওনার সাথে কি করে যোগাযোগ করবো আমি ওনাদের সাথে যোগাযোগ করতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş