শিলিগুড়ি, ৬ জুলাইঃ শিলিগুড়ির গুরুং বস্তি বাজারে অবৈধ দোকান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।এদিন সম্ভবত ৩০০ এর বেশি দোকান সরিয়ে দেওয়া হয়েছে।দোকান ভেঙে দিতেই ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পিডব্লিউডি এর জমি দখল করে গুরুংবস্তিতে দোকান করে ব্যবসা করে আসছিল ব্যবসায়ীরা।রাস্তা দখল করে বাজারের জেরে যানজটের সমস্যায় পড়তে হত মানুষকে।এই নিয়ে একাধিক অভিযোগও উঠে।এরপরই আজ পুরনিগমের তরফে অভিযান চালিয়ে অবৈধ দোকানগুলি সরিয়ে দেওয়া হয়।এদিকে দোকান সরিয়ে দেওয়ার পরই ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা।পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তারা।
এদিন ব্যবসায়ীরা বলেন, পুরনিগমের তরফে আমাদের কোন সময় দেওয়া হয়নি।এই দোকান করেই সকলের সংসার চলে।দোকান সরিয়ে দেওয়ায় আমাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে গেল।ব্যবসায়ীদের জন্য পুরনিগমের তরফে কোন ব্যবস্থা করা হোক তা নাহলে ফের ওই জায়গায় দোকান লাগানোর হুঁশিয়ারি দেন তারা।
এই বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামভজন মাহাতো বলেন, গুরুংবস্তিতে রাস্তার মধ্যে অবৈধভাবে দোকান করা হয়েছিল।যেকারনে যান চলাচলে সমস্যা হত।আজ অভিযান চালিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়েছে।গুরুং বস্তিতে কালী মন্দিরের কাছে সরকারি জমিতে মার্কেট কমপ্লেক্স করা হবে যেখানে পুরোনো ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।