‘সরকারে নেই, তবে মানুষের দরকারে আছি’-অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি,২৩ এপ্রিলঃ ‘সরকারে নেই, তবে মানুষের দরকারে আছি’।করোনা পরিস্থিতি নিয়ে অভিভাবকহীন পুরনিগম প্রসঙ্গে এমনটাই বললেন বাম নেতা অশোক ভট্টাচার্য।


এদিন হিলকার্ট রোডে সিপিএম এর দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন অশোক ভট্টাচার্য।তিনি বলেন,দ্বিতীয় ধাপে ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা।তারপরেও করোনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের সঙ্গে ফাজলামি করছে।এদিকে অবিলম্বে শিলিগুড়ি পুরনিগম সহ পঞ্চায়েত নির্বাচনের দাবি জানাতে গিয়ে তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন না হওয়ায় বর্তমানে অভিভাবকহীন অবস্থায় রয়েছে শহর শিলিগুড়ি সহ মহকুমা পরিষদ,পঞ্চায়েত এলাকা।যার ফলে আতঙ্কিত সাধারণ মানুষ।আমরা সরকারে নেই তবে মানুষের দরকারে রয়েছি।নির্বাচন হোক,সরকারে না আসলেও আমরা সবসময় মানুষের দরকারে আছি এবং থাকব।

এছাড়াও অশোক বাবু দাবি করেন, পুনরায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালগুলিকে করোনার চিকিৎসার জন্য নেওয়া হোক।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোকে আরও উন্নত করা হোক।আরও ভ্যাকসিন আনা হোক।অক্সিজেনের ব্যবস্থা করা হোক।স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করুক।যে বাড়িতে করোনা রোগী রয়েছে সেই বাড়ি স্যানিটাইজ করা হোক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *