শিলিগুড়ি,৭ এপ্রিলঃ সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম এক বাইক চালক।ফাঁসিদেওয়ার আন্ডারপাসে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী সরকারি বাসের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।ঘটনায় গুরুতর জখম হন বাইক চালক।
অন্যদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাস চালক।এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় বাগডোগরা ও মাটিগাড়া থানার পুলিশ।বাইক চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।