সরকারি জায়গা থেকে সরেনি বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা ও ব্যানার, উঠছে প্রশ্ন   

রাজগঞ্জ, ১ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরও ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পতাকা ও ব্যানার সরানো হয়নি।এমনকি সরকারি প্রকল্পের ফলকও ঢাকা হয়নি।এমনটাই অভিযোগ উঠেছে আর বিষয়টি নিয়ে উঠেছে নানান প্রশ্নও।


প্রসঙ্গত, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি।গত শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং আদর্শ আচরণবিধি শুরু হলেই সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলগুলির পতাকা ও ব্যানার সরিয়ে নেওয়া এবং সরকারি প্রকল্পের ফলক ঢেকে দেওয়ার নিয়ম। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় সর্বত্র তৃণমূল, বিজেপি, সিপিএম সহ সব রাজনৈতিক দলের ব্যানার ও পতাকা আগের স্থানেই রয়েছে।

যদিও এই বিষয়ে ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, সরকারি জায়গা থেকে আমাদের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে নেওয়া হচ্ছে।তবে বিরোধীরা কেন খুলছে না তা বলতে পারব না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *