শিলিগুড়ি,১৫ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ড স্থিত সিপিএম এর দলীয় কার্যালয়কে প্রাক্তন কাউন্সিলর সরকারি কাজে ব্যবহৃত করছেন।এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল যুব তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার ৪৫ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।সংগঠনের সভাপতি রজত রায় বলেন, সিপিএম এর দলীয় কার্যালয়কে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সলর সরকারি কাজে ব্যবহৃত করছেন।দলীয় কার্যালয়ে সরকারি সম্পত্তি যেমন আবর্জনা ফেলার কাজে ব্যবহৃত প্লাস্টিকের বালতি,স্যানিটাইজার মেশিন সহ অন্যান্য জিনিস রাখা হচ্ছে।তাদের প্রশ্ন সরকারি জিনিসগুলিকে কেন দলীয় কার্যালয়ে রাখা হচ্ছে।বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন গোটা শহরের দেখভাল করছে।সেইসময় একটি দলীয় কার্যালয়ে সরকারি সম্পত্তি কেন রাখা হচ্ছে তার জবাব তাদের চাই।
অন্যদিকে এই বিষয়ে সিপিএম এর দলীয় কার্যালয়ে উপস্থিত কনজারভেশন বিভাগের কর্মী সুবীর দত্ত বলেন, ৪৫ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরের নিজস্ব কোনও কার্যালয় ছিল না।তাই এই দলীয় কার্যালয় থেকেই ওয়ার্ড পর্যবেক্ষণের কাজ চলত।তবে এখন একটি কমিউনিটি হল তৈরি হচ্ছে।সেটি তৈরি হয়ে গেলেই ওয়ার্ড কার্যালয়কে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
এদিকে ওয়ার্ড মাস্টার অহিদিপ চক্রবর্তী বলেন, তাকে বদলি করে এখানে পাঠানো হয়েছে।৪৫ নম্বর ওয়ার্ডে তাকে যে কার্যালয় দেওয়া হয়েছে সেখানেই আপাতত কাজ করছেন তিনি।