শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ ‘সরকারি কর্মচারীরা বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে আইকার্ড’।এমনটাই জানালেন এডিসিপি (ট্রাফিক) ডম্বর সিং সোনার।
বেশকিছুদিন ধরেই শহরজুড়ে চলছে পুলিশের নাকা চেকিং।অপ্রয়োজনে যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
শুক্রবারও সকাল থেকেই হাসমিচকে শুরু হয় পুলিশের ধরপাকড়।আটক করা হয় বেশকিছু গাড়ি।এদিন গড়ির সামনে আর্মি লিখে যাচ্ছিলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতেই জানা যায় তিনি সিকিউরিটি গার্ড।এভাবেই বহু মানুষ ভুয়ো পরিচয় দিয়ে বা অপ্রয়োজনে বেরিয়ে যাচ্ছেন।তাদের আটকাতেই এই উদ্যোগ।
এডিসিপি ডম্বর সিং সোনার জানান, যারা সরকারি কর্মচারী তাদের আইকার্ড নিয়ে বেরোতে হবে।বৈধ আইকার্ড ছাড়া শুধুমাত্র গাড়ির সামনে স্টিকার লাগিয়ে বাইরে বেরোনো যাবে না।এর পাশাপাশি সকলকে অনুরোধ করেন যাতে বিনা প্রয়োজনে কেউ রাস্তায় না বেরোয়।এছাড়াও যারা কাজে বেরোচ্ছেন তাদের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন তিনি।