সরকারি নির্দেশিকা মেনেই রাজগঞ্জে পালিত হল ঈদ

রাজগঞ্জ, ১৪ মে: সরকারি নির্দেশিকা মেনেই ঈদ পালিত হল রাজগঞ্জে । মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ঈদ অন্যতম । একমাস উপোস থাকার পর একটি বিশেষ দিনে ঈদ উৎসব পালিত হয় । প্রতিবছর এই বিশেষ দিনটিতে হাজার হাজার মানুষ মসজিদে বা ঈদগাহে গিয়ে নমাজ পড়েন । কিন্তু গত বছরের মতো এবছর করোনার জন্য সরকারি তরফে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মসজিদে ৫০ জনের বেশি জমায়েত নয়, বাড়িতে থেকে নমাজ পড়ার কথা বলা হয় । তাই এদিন সরকারি নির্দেশিকা মেনেই রাজগঞ্জ,ফুলবাড়ি সহ বিভিন্ন স্থানে ঈদের নমাজ পড়তে দেখা যায়।


ফুলবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়ার পক্ষে মহঃ রাজু বলেন, ঈদ মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে একটি বড় ধর্মীয় উৎসব । প্রতিবছর এই দিনটিতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নমাজ পড়েন । কিন্তু এবছর করোনার জন্য উৎসবে ভাটা পড়ে গেল । সরকারি নির্দেশ মেনেই ঈদ উৎসব পালন করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *