জলপাইগুড়ি,২৫ মেঃ করোনার জেরে গোটা দেশে চলছে লকডাউন।যে কোনো ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।সরকারের নির্দেশিকা মেনে আজ গোটা দেশের সাথে জলপাইগুড়ি জেলা ও শহরের বিভিন্ন মসজিদে নামাজ পড়া হবে না এমনটাই নির্দেশ দিয়েছিলেন মসজিদের ইমামরা।
যে কারণে সরকারি নির্দেশিকা মেনে আজ সকালে বাড়িতেই নতুন পোশাক পড়ে ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।এছাড়াও এবছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে-অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন তারা।
অন্যদিকে ঈদের দিনেও জলপাইগুড়ি পাহারপুর এলাকার বাজিতপাড়া,বড়চৌধুরীপাড়া,নাওয়াপাড়া এলাকার রাস্তাঘাট দেখা গেলো শুনশান।এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে একজন করে পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে প্রশাসনের তরফে।