রাজগঞ্জ,৪ জানুয়ারিঃ সরকারি প্রকল্পের সরকারি প্রকল্পের বিষয়ে খোঁজখবর নিতে এবং এলাকার সমস্যা জানতে সাধারন মানুষের বাড়িতে পৌঁছাল প্রশাসন। শনিবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে দেখলেন প্রশাসনের কর্মকর্তারা।
সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তেওয়ারি, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, বিডিও এনসি শেরপা সহ বিভিন্ন আধিকারিকরা।
১০০ দিনের কাজ ঠিকমত হচ্ছে কিনা, রাস্তার কাজ ঠিকমতো হয়েছে কিনা এবং কোথায় পাকা বা কংক্রিটের রাস্তা প্রয়োজন, কার বাড়িতে শৌচালয় নেই বা কেন নেই, আবাস যোজনার টাকা পেয়েও ঘর ঠিক মতো করা হয়েছে কিনা তা জানতে এবং এছাড়া বাসিন্দাদের অভাব অভিযোগ সমস্যার কথা জানতে এলাকায় পৌঁছান তারা। এই কর্মসূচি আরও চলতে থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।