১ জুন থেকে সরকারী স্কুলগুলিতে দেওয়া হবে মিড ডে মিল-জানালেন প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান

শিলিগুড়ি,২৭ মেঃ ১ জুন থেকে সরকারী স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের প্রদান করা হবে মিড-ডে-মিলের সামগ্রী।বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ডঃ সুপ্রকাশ রায়।


১ জুন থেকে ৫ জুন পর্যন্ত শহরের সমস্ত সরকারি স্কুলগুলিতে মিড-ডে-মিল বিতরণ করা হবে। মিড-ডে-মিলের এই খাদ্যদ্রব্যের মধ্যে থাকবে ২ কেজি চাল ও ২ কেজি আলু।যদিও বেশকিছু স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।তবে তাতে মিড-ডে-মিল বিতরণে কোনো অসুবিধা হবে না।সমস্ত স্কুলগুলিতেই মিড-ডে-মিল খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

পাশাপাশি প্রাইমারি স্কুলগুলির অনলাইন ক্লাস নিয়ে তিনি জানান, ইতিমধ্যে বেশকিছু প্রাইমারি স্কুল অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে।এছাড়াও কোভিড-১৯ এর এই সময়ে কিভাবে স্কুলগুলো কাজ করবে তা নিয়ে রাজ্যস্তরে এক কমিটি গঠিত হয়েছে তারা সিদ্ধান্ত জানালে তারপর এখানে সমস্ত পরিকল্পনা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet giriş