শিলিগুড়ি, ১০ এপ্রিলঃ করোনা পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনির বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেহাল দশা নালার। পরিষ্কার করার জন্য কোনো সাফাই কর্মীর দেখা মেলে না। করোনা পরিস্থিতিতেও এলাকা জীবানুমুক্ত করা হচ্ছে না এবং নালায় ব্লিচিং পাউডার পর্যন্ত ছড়ানো হয়নি। সন্ধ্যা নামতেই মশার উপদ্রব শুরু হয়।
এলাকায় প্রায় ১০০ বেশী পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। লকডাউনের জেরে দিন মজুর পরিবারগুলির কাজ বন্ধ হয়ে গিয়েছে।
অভিযোগ, এই পরিস্থিতিতে এখনও অবধি কোনো সরকারি পরিষেবা তারা পাননি। স্থানীয়রা আরও বলেন, ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।