শিলিগুড়ি, ১৪ জুনঃ শ্মশান করতে না দেওয়ার দাবিতে সকাল থেকেই তুমুল বিক্ষোভ শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের সরোজিনী পল্লী এলাকায়।
কয়েকদিন আগেই সরোজিনী পল্লী এলাকায় শ্মশানঘাটের জন্য মহানন্দা নদীর পাশের জমি দেখেন পুরনিগমের প্রশাসক মন্ডলী।এরপর থেকেই সেখানে শ্মশান করতে না দেওয়ার দাবীতে সরব হন সেখানকার বাসিন্দারা।
সোমবার সকালে পুরনিগমের কর্মীরা সেখানে জঙ্গল পরিষ্কারের জন্য গেলে কাজ আটকে বিক্ষোভ দেখানো শুরু করেন কয়েকশো বাসিন্দা।এরপরই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।সকাল থেকেই তুমুল বিক্ষোভ চলছে।
বাসিন্দাদের দাবী, এই এলাকা জনবহুল এলাকা।এই এলাকায় শ্মশানঘাট করতে দেওয়া হবে না।সেই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।সকাল থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।