শিলিগুড়ি, ১১ মেঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এলাকা সংলগ্ন মহানন্দা নদীর কাছে শ্মশানঘাট তৈরি করার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।সোমবার এলাকা পরিদর্শন করেন প্রশাসক গৌতম দেব, পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ প্রশাসক মন্ডলীর সদস্যরা।এরপরই বিরোধিতা শুরু করেন এলাকার বাসিন্দারা।বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এলাকাবাসীরা।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা একজোট হয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয়দের বক্তব্য, শ্মশানঘাট না করে এই জায়গায় স্কুল, হাসপাতাল অথবা পার্ক তৈরি করা হোক।তবে কোনোভাবেই শ্মশানঘাট তৈরি করতে দেওয়া হবে না।প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আন্দোলনের পথেও হাঁটবেন তারা।এরপরও কিছু না হলে হাইকোর্টে অবধি যাবেন তারা।