কোচবিহার,৪ মেঃ পারিবারিক বিবাদের জের। শ্বশুরকে মারধরের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে।গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শ্বশুর।অন্যদিকে অভিযুক্ত জামাইকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের টাকাগাছ বাঁধের পার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুন্ডিবাড়ী থানার পুলিশ। আহত শ্বশুরের নাম তাপস সরকার (৬০) । অভিযুক্ত জামাই এর নাম ভিম সরকার ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে তাপস সরকারের মেয়ে পায়েল সরকারের সঙ্গে ভিম সরকারের বিয়ে হয় ।তাদের এক সন্তানও রয়েছে।অভিযোগ, বিয়ের পর থেকে পায়েলের ওপরে অত্যাচার করত ভিম।বহু বার এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।বর্তমানে বাপের বাড়িতেই ছিল পায়েল।সেখানে গিয়েও পায়েলের ওপরে ভিম অত্যাচার চালাতো বলে অভিযোগ।
আজ সকালে শ্বশুর তাপস সরকার বাজার করতে যান।অভিযোগ,বাজার নিয়ে তিনি যখন ফিরছিলেন সেই সময় টাকাগাছ বাঁধের পাড় এলাকায় জামাই ভিম আগে থেকেই দাড়িয়ে ছিল।শ্বশুরকে দেখতেই গালি গালাজ শুরু করে জামাই। ঘটনার প্রতিবাদ করতেই কলের রড নিয়ে এসে তাপস বাবুকে বেধড়ক ভাবে মারতে শুরু করে জামাই ভিম।স্থানীয়রা তাপস বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুক্ত ভিম সরকারকে পুন্ডিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।