শিলিগুড়ি,২৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন রঞ্জন সরকার।
এদিন এক সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার জানান, জলনিকাশি ব্যাবস্থা সহ আরও বেশকিছু পরিষেবা শহরবাসীকে দিতে ব্যার্থ শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় বিভিন্ন জায়গায়।নকশালবাড়ি, খড়িবাড়ি, হাতিঘিষার বিভিন্ন জায়গা ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।এছাড়াও এদিন অবৈধ নির্মাণ নিয়েও মুখ খোলেন রঞ্জন সরকার। তিনি জানান, বাম পরিচালিত ওয়ার্ডগুলিতে সবচেয়ে বেশি অবৈধ নির্মাণ হচ্ছে।
অন্যদিকে এদিনের সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বর্তমান সংখ্যালঘু সেলের সভাপতি ঘোষণা করা হয় মঈবুল ইসলাম শেখকে।রাজ্য কমিটির নেওয়া সিদ্ধান্তেই এই ঘোষণা করা হল বলে জানানো হয়েছে।