মালদা, ২৫ ফেব্রুয়ারি: কেউ আসেন বেলা সাড়ে ১১টা নাগাদ।কেউ আবার আসেন দুপুর ১২টাতেও।স্কুল শিক্ষকদের এমনই হাজিরা নিয়ে তিতিবিরক্ত অভিভাবক মহল।মঙ্গলবার দুপুরে স্কুল শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ইংরেজ বাজারের কুলি পাড়ার হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
জানা গিয়েছে, এই স্কুলে ছজন শিক্ষক রয়েছেন এবং শতাধিক পড়ুয়ারা রয়েছে।স্থানীয়দের দাবি, দিনের পর দিন ধরে এমনই চলছে স্কুলে।কারো কোন হেলদোল নেই।
যদিও বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা দফতরের কর্তারা।