শিলিগুড়ি, ১ জুনঃ ‘কোয়ারেন্টাইন নিয়ে সরকারী নির্দেশিকা স্পষ্ট নয়।এর ফলে ভোগান্তিতে পরিযায়ী শ্রমিক ও স্থানীয় নাগরিকেরা’।এমনটাই জানালেন পুরনিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।
আজ থেকে শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন ‘আনলক ১’।এর ফলে শহরে আনাগোনা বেড়েছে বহিরাগতদের।তবে কোয়ারেন্টাইন নিয়ে সঠিক কোন সরকারি তথ্য না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে বাইরে থেকে আসা নাগরিকদের।অবিলম্বে বিজ্ঞাপনের মধ্য দিয়ে কোয়ারেন্টাইন নিয়ে সঠিক তথ্য প্রকাশ করুক রাজ্য সরকার।এমনটাই দাবি জানালেন শঙ্কর ঘোষ।
তিনি জানান,বহিরাগতদের মধ্যে কারা সরকারি, কারা বেসরকারি এবং কারা হোম কোয়ারেন্টাইনে থাকবে তা নিয়ে স্পষ্ট কোন সরকারী নির্দেশিকা মেলেনি।ফলে বহিরাগতরা স্থানীয়দের রোষের শিকার হচ্ছেন।অবিলম্বে বিজ্ঞাপনের পাশাপাশি ফোন নম্বর দিয়ে এই বিভ্রান্তি দূর করার আবেদন জানিয়েছেন তিনি।