রাজগঞ্জ, ১৯ মার্চঃ এলাকাবাসীর সুবিধার জন্য তৈরি করা হয়েছিল কমিউনিটি শৌচালয়।রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থা রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘী এলাকার শৌচালয়ের।সংস্কার করে শৌচালয়টি পুনরায় চালু করার দাবি তুললেন বাসিন্দারা।
জলপাইগুড়ি জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘীতে ঝা চকচকে পাকা শৌচালয় তৈরি করা হয়েছিল।কিন্তু দেখভালের অভাবে কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে শৌচালয়টি।দরজা জানালাও চুরি হয়ে গিয়েছে।শৌচালয়ের ভেতরে সব জিনিস ভেঙে গিয়েছে।পানীয় জলের ব্যবস্থা নেই।ফলে শৌচালয়টি ব্যবহার করতে পারছেন না এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, বছর দেড়েক আগে কমিউনিটি শৌচালয় তৈরি করা হয়েছে।এলাকার বাসিন্দারা তিন-চার মাস ব্যবহার করার পর দেখভালের অভাবে শৌচালয়ের জানালা দরজা চুরি হয়ে যায়।কে বা কারা ভেতরের যাবতীয় জিনিস ভেঙে ফেলেছে।বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে শৌচালয়টি।তাই সংস্কার করে শৌচালয়টি পুনরায় চালু করার দাবি তুলেছেন বাসিন্দারা।
এই ব্যাপারে জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার ফোনে জানান, আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগেই ওই কমিউনিটি শৌচালয়টি তৈরি করা হয়েছে।তবে কমিউনিটি শৌচালায় দেখভালের জন্য স্থানীয় বাজার কমিটি বা ক্লাবকে দায়িত্ব দেওয়া হয়।বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।