সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও দুটি স্টেন্ট বসল।বৃহস্পতিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সৌরভ গাঙ্গুলির।এরপরই প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে দুটি স্টেন্ট বসানো হয়।
জানা গিয়েছে, বর্তমানে সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল রয়েছে।আজ তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই থাকবেন।আজও অক্সিজেনের সাপোর্ট থাকবে।
এদিকে আজ তাকে দেখতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সৌরভকে দেখে এলাম।ও ভালো আছে।সুস্থ আছে।ওর দ্রুত আরোগ্য কামনা করছি”।