উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনকারী চিকিৎসক সৌভিকের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি সিসিইউতে

শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনশনকারী জুনিয়র চিকিৎসক সৌভিক ব্যানার্জীর শারীরিক অবস্থার অবনতি।তড়িঘড়ি ভর্তি করা হল সিসিইউতে।


প্রসঙ্গত, গত ৬ অক্টোবর থেকে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলন চলছে।এরপর অনশন মঞ্চ থেকে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক অনশনকারী।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথমে অসুস্থ হন অলোক কুমার ভার্মা।এরপর আজ সৌভিক ব্যানার্জির শারীরিক অবস্থার অবনতি হয়।তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় সিসিউতে।

এই বিষয়ে ডঃ সাগ্নিক মৈত্র জানান, সৌভিক কখনোই চায়নি অনশন মঞ্চ থেকে উঠে যেতে।কিন্তু তার শারীরিক পরিস্থিতি দেখেই ভর্তি করাতে হয়েছে।আমরা এই নিয়ে উদ্বিগ্ন।আমরা চাই সরকারের তরফে সদর্থক আলোচনা হোক।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *