আলিপুরদুয়ার, ২৩ অক্টোবরঃ আগামী ১৩ নভেম্বর মাদারিহাট বিধানসভা সহ রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন।আজ বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনোয়ন জমা দিলেন মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল লোহার।
জানা গিয়েছে, এদিন আলিপুরদুয়ার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করতে যান বিজেপি প্রার্থী রাহুল লোহার।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আমরা সর্বশক্তি দিয়ে উপনির্বাচনে ময়দানে নামবো।মানুষ বিজেপির সঙ্গে আছে।