শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ গত ২৬ শে জানুয়ারি থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব।চারদিন ব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল।এদিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার নাথ, কার্যকরী সভাপতি স্বপন দাস,৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথি দাস সহ অন্যান্যরা।
শোভাযাত্রায় নবীন-প্রবীন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়াদের উপস্থিতি ছিল।মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য,ঢাক বাজিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি।