এআইডিএসও এর তরফে অঙ্গিকার যাত্রা উপলক্ষে সভার আয়োজন

শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ এনআরসি এনপিআর ও সিএএ এর বিরুদ্ধে অঙ্গিকার যাত্রায়  সামিল হল এআইডিএসও।১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি এই অঙ্গিকার যাত্রায় সামিল হবে তারা।কলকাতার কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মুর্তির পাদদেশে সভার মধ্য দিয়ে এই কর্মসুচির সমাপ্তি ঘটবে।


জানা গিয়েছে, মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মজয়ন্তি উপলক্ষে বিদ্যাসাগরের বানীকে সমগ্র দেশে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।শনিবার এই অঙ্গিকার যাত্রা উপলক্ষে দার্জিলিং জেলা  DSOর পক্ষ থেকে একটি মিছিল করা হয়।

এরপর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সভা অনুষ্ঠিত হয়।এই সভায় রাজ্য ও জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন।আগামী রবিবার শিলিগুড়ি থেকে এই অঙ্গিকার যাত্রা শুরু হবে যা কলকাতায় গিয়ে শেষ হবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *