‘আমার জনশক্তি আছে।ওই শক্তি আসল শক্তি।মানুষের সঙ্গে কাজ করতে হবে।মানুষের জন্য কাজ করতে হবে’।বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার তমলুকের নিমতৌড়ি সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী।
নিমতৌড়ির সভা ছিল একেবারেই অরাজনৈতিক।আজ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাবার্ষিকী।সেই উপলক্ষেই ওই সভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।সভায় কয়েকমিনিটের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।তবে তার বক্তৃতায় সেভাবে রাজনৈতিক ভাষণের আভাস পাওয়া যায়নি।তমলুকে ২১ মাসের জাতীয় সরকারের স্মৃতিচারণ করেছেন তিনি।সভায় বলেন, ‘তাম্রলিপ্তের জাতীয় সরকারের ঐতিহ্যের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য দায়িত্ব’।
এদিন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন শুভেন্দু অধিকারী।পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি।এছাড়াও জাতীয় পতাকা হাতে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির তরফে আয়োজিত শোভাযাত্রার অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী।