শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ স্পায়ের আড়ালে দেহ ব্যবসার কারবার চালানোর অভিযোগে ২ মহিলা সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, মাটিগাড়া থানা অন্তর্গত একটি মলে দীর্ঘদিন ধরে স্পায়ের আড়ালে দেহ ব্যবসার কারবার চলছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশ গ্রাহক সেজে যৌথভাবে অভিযান চালায়।এরপরই দেহ ব্যবসার কারবারের পর্দা ফাঁস হয়।এই ঘটনায় গ্রেফতার করা হয় দুই মহিলাকে।তাদের মধ্যে এক স্পায়ের ম্যানেজার।এর পাশাপাশি গ্রাহক হিসেবে স্পায়ে আসা জলপাইগুড়ির এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃত তিনজনকে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে পুলিশ।