ইসলামপুর,২৬ আগস্টঃ উত্তরবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করা হবে।আজ উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
তিনি বলেন, উত্তরবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে একদিকে যেমন বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করা হবে।অন্যদিকে তেমনি অন্তর্বর্তী সুরক্ষাকে ঢেলে সাজানো হবে।অন্তর্বর্তী সুরক্ষাকে শক্তিশালী এবং মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এছাড়াও উত্তরবঙ্গে একটি স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা গ্রহন করা হয়েছে।উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমী মানুষের দীর্ঘদিনের এই চাহিদাকে বাস্তবায়িত করা হবে।