জলপাইগুড়ি, ৬ মার্চঃ শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির হানায় আতঙ্ক ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, গভীর রাতে মোরাঘাট জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল হাতি প্রথমে গয়েরকাটা-নাথুয়া রোড এলাকায় ঢুকে পড়ে।সেখানে চা শ্রমিক সন্তুরাম ওঁরাও এর বাড়িতে হামলা চালিয়ে ঘরে মজুত করে রাখা চাল ও সবজি সাবার করে।এরপর হাতিটি গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনের শ্রমিক মহল্লায় ঢুকে একটি বাড়িতে হানা দেয়।ঘটনায় কোনোক্রমে পালিয়ে বাঁচেন ওই পরিবারের সদস্যরা।সেইসময় পালাতে গিয়ে জখম হন কার্তিক নাগ নামে এক ব্যক্তি।
হাতিটি কয়েকঘণ্টা তান্ডব চালিয়ে ফের জঙ্গলে ফিরে যায়।লাগাতার শ্রমিক মহল্লায় হাতির হানায় অতিষ্ঠ ও আতঙ্কে রয়েছে চা শ্রমিকরা।বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি করবেন এমনটাই জানান বাসিন্দারা।
মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজ কুমার পাল বলেন, ক্ষতিগ্রস্তরা বনদপ্তরের নিয়ম অনুযায়ী আবেদন করলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।