শিলিগুড়ি, ৩০ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের পাল পাড়ায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, এদিন এলাকায় ৬০ বছর বয়সী এক হিন্দিভাষী ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংগতি মেলে। খবর দেওয়া হয় ওয়ার্ড কো-অর্ডিনেটর দুলাল দত্তকে। ওই ব্যক্তি কখনও কোয়ারেন্টাইন বা বিহার, আবার কখনও ব্যাঙ্গালুরু থেকে এসেছেন বলে দাবি করেন। তার বাঁ হাতে একটি স্বাস্থ্য কেন্দ্রের সিলও দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। পুলিশ এসে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই ব্যক্তির নাম নীতিশ কুমার। তার বাড়ি বিহারের পাটনা জেলার পারিগঞ্জ থানা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে ওই ব্যক্তিকে মেডিক্যালে নিয়ে যাওয়ার পর গোটা এলাকা জীবাণুমুক্ত করা হয়।
38 No Word