শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শিলিগুড়িতে কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন হয়েছে বর্ষবরণ উদযাপন।নতুন বছর উদযাপন নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী কড়া সুরক্ষা ব্যবস্থা নিয়েছিলেন।
গত ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শহরের সুরক্ষার জন্য প্রায় ১ হাজার পুলিশকর্মী মোতায়ন ছিল।মল থেকে শুরু করে শহরের পাব,বার এবং রাস্তায় পুলিশের বিশেষ নজরদারি ছিল।অন্যদিকে শহরে উৎসবের মেজাজে শান্তি বিঘ্নিতকারীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এই বিষয়ে পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে। কিন্তু শান্তি বিঘ্নিত করার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগেও অনেকের চালান কেটেছে পুলিশ।মারধর ও বিশৃঙ্খলা করার অভিযোগে গত ৩১ ডিসেম্বর ২৭ জনকে এবং ১ জানুয়ারি ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।
