শিলিগুড়ি, ২৫ মেঃ সৃষ্টি ফাউন্ডেশনের উদ্যোগে চালু হল শববাহী যান ও অ্যাম্বুলেন্স পরিষেবা।এদিন ফিতে কেটে এই পরিষেবার উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন।পাশাপাশি মৃত্যু সংখ্যাও বেড়েছে।এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের স্বল্প খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি ফাউন্ডেশন।মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে দুটি শববাহী যান ও একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল।
গৌতম দেব বলেন, সংগঠনের তরফে স্বল্প খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে।সাথে ওষুধ ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে করোনা আক্রান্ত রোগীদের।তবে তারা যেন নিঃশুল্ক অ্যাম্বুলেন্স পরিষেবা দেয়, সেবিষয়ে কথা বলবো।