শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হল।মঙ্গলবার মেলার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দার্জিলিং এর জেলাশাসক প্রীতি গোয়েল, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা।আজ থেকে শুরু হয়ে আগামী ২৭ জানুয়ারী পর্যন্ত মেলা চলবে।বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন।মোট ৭৫ টি স্টল রয়েছে মেলায়।
এদিন মেয়র জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে একাধিক মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠছেন।