শিলিগুড়ি, ২৪ আগস্টঃ শিলিগুড়িতে পিডব্লিউডি এর জমিতে অবৈধ নির্মান, তদারকি করতে ঘটনাস্থলে পৌছাল এসআরও ২ টিম।
জানা গিয়েছে, শিলিগুড়ির এসএফ রোড সংলগ্ন উর্বশী সিনেমা হলের পাশে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী অজয় চৌধুরী নামে এক ব্যক্তির বাড়ির সামনেই পিডব্লিউডি-এর জমি ছিল।সেই জমিতে গড়ে ওঠে অবৈধ নির্মান।শুধু তাই নয় সেখানে বিভিন্ন অসামাজিক কাজও চলছিল।
এই নিয়ে অজয় চৌধুরী কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা দায়ের করেন।এরপরই কলকাতা হাইকোর্ট পিডব্লিউডিকে সেই জমি থেকে অবৈধ নির্মান ভাঙার নির্দেশ দেয়।সেইমত আজ পূর্তদপ্তরের নির্দেশে এসআরও এর একটি দল তার তদারকি করতে ঘটনাস্থলে পৌছায়।
এদিন এসআরও গোটা ঘটনার তদারকি করে জানতে পারেন যে অজয় চৌধুরীর বাড়ির সামনে ৫টি দোকান পিডব্লিউডি এর জমিতে রয়েছে।জানা গিয়েছে, এসআরও ২ টিমের তরফে পুরো বিষয়টি নিয়ে পিডব্লিউডি কে রিপোর্ট পাঠানো হবে।এরপর পিডব্লিউডি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করা হবে।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী অজয় চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরে সেখানে আছেন।বেশকিছুদিন আগে তার বাড়ির সামনে পিডব্লিউডি এর জমি দখল করে বেশকয়েকটি দোকান তৈরি করা হয়।সেইসব দোকানের আড়ালে বিভিন্ন অসামাজিক কাজ শুরু হয়েছিল।এরপরই তিনি মামলা দায়ের করেন।
অন্যদিকে সেখানকার ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে এখানে দোকান চলছে।এই দোকান দিয়েই তাদের পরিবার চলে।এখান থেকে তাদের সরিয়ে দেওয়া হলে বিপাকে পড়বেন তারা।ব্যবসায়ীরা দাবী করেন যে তাদের সেখান থেকে সরিয়ে না দেওয়া হয়।