শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ এনএফ রেলওয়ে শ্রমিক সংগঠনের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল এনজেপিতে।
জানা গিয়েছে, আজ সকাল থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলছিল।হঠাৎই এক মহিলা নেত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে।ঘটনার পরই রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন ও রেলওয়ে মজদুর ইউনিয়নের সদস্যদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের মহিলা সদস্যের অভিযোগ, আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম।সেইসময় অন্য এক শ্রমিক সংগঠনের পোলিং এজেন্ট বাইরে এসে আমাকে হুঁশিয়ারি দেয়।অথচ সেই পোলিং এজেন্টেই লোকজনকে ডেকে নিয়ে গিয়ে ভোট করাচ্ছিল।এই অভিযোগ তুলতেই গায়ে হাত দেয় বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে মহিলার গায়ে হাত দেওয়ার কথা অস্বীকার করেন মজদুর ইউনিয়নের যুগ্ম সম্পাদক পরিতোষ পাল।তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এমপ্লয়িজ ইউনিয়ন এই অভিযোগ তুলছে।