নাগরাকাটা,১০ মার্চঃ শ্রমিক আন্দোলনের জেরে বুধবার সকাল থেকে বন্ধ হয়ে গেল নাগরাকাটার চেংমারি চা বাগান।বিপাকে বাগানের প্রায় আট হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক।
সূত্রের খবর, মঙ্গলবার ৪৫ জনকে সর্দার পদ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে তৃণমূলের নেতৃত্বে গেট মিটিং করে বিক্ষোভ দেখানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি মনোজ মুন্ডা। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এরপরই মঙ্গলবার গভীর রাতে চাবাগান ছেড়ে চলে যায় মালিক পক্ষ। এদিন সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এলে দেখেন বাগানের গেটে তালা ঝোলানো রয়েছে।