শিলিগুড়ি, ২৪ জুনঃ এনজেপি থানা অন্তর্গত জোরপাকড়ি এলাকায় নির্মীয়মান নার্সিং কলেজে শ্রমিকদের ঘরে চুরি।১১টি মোবাইল ফোন নিয়ে চম্পট দিল চোরের দল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে শ্রমিকরা ঘুমিয়ে ছিল।সেইসময় চোরের দল ঘরে ঢুকে মোবাইলগুলি নিয়ে চম্পট দেয়।সকালে ঘুম ভাঙতেই ঘটনার কথা জানতে পারেন শ্রমিকরা।পরবর্তীতে অভিযোগ জানানো হয় এনজেপি থানায়।
শ্রমিকরা জানান, আলিপুরদুয়ার থেকে এসে নার্সিং কলেজের নির্মাণ কাজ করছেন।আজ সকালে ঘুম থেকে উঠে চোখ ভারী ও চোখে যন্ত্রণা অনুভব করেন অনেকে।এরপরই মোবাইল চুরির বিষয়টি সামনে আসে।দীর্ঘদিন ধরেই নির্মাণস্থলে নিরাপত্তার অভাব ছিল।রাতে কোনও নিরাপত্তারক্ষী না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানান তারা।গোটা ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ।