রাজগঞ্জ, ২১ ডিসেম্বরঃ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু রাজগঞ্জের এক যুবকের।মৃত যুবকের নাম শুভঙ্কর রায়।চারদিন আগেই মনিপুরে শ্রমিকের কাজ করতে গিয়েছিল যুবক।
জানা গিয়েছে, রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের পাকড়িতলা গ্রামের নিরানন্দ রায়ের ছেলে শুভঙ্কর রায়।পরিবারে বাবা-মা ছাড়াও বড় দাদা এবং এক বোন রয়েছে।গত ১৫ ডিসেম্বর মনিপুরে শ্রমিকের কাজে যায় সে।সেখানে একটি সংস্থার অধীনে টানেল তৈরির কাজ চলছিল।
গত বৃহস্পতিবার সেখানে কাজ করার সময় তার মাথায় উপর পাথর খসে পড়ে।রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করে।
শনিবার সকালে যুবকের কফিনবন্দী দেহ গ্রামে নিয়ে আসা হয়।তরতাজা এক যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।