ইসলামপুর,১৯ জানুয়ারিঃ মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের মণিভিটা হাইস্কুলে শ্রমিক মেলার উদ্বোধন হল।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের ইসলামপুরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডালটন কুমার বিশ্বাস,গোয়ালপোখরের বিডিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ মহকুমা প্রশাসনের আধিকারিকেরা।
অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ডালটন কুমার বিশ্বাস জানান,এই মেলায় চাইল্ড লাইন,স্বনির্ভর গোষ্ঠী, বিদ্যুত দপ্তর, কর্মসংস্থান কেন্দ্র এবং অন্যান্য সংস্থার তরফে স্টল দেওয়া হয়েছে।
অন্যদিকে মণিভিটা এলাকায় এই ধরনের শ্রমিক মেলায় হওয়াতে স্থানীয়দের মধ্যে খুশি হাওয়া।এই মেলাতে শ্রমিকরা তাদের বিভিন্ন প্রকল্প ও সুবিধা বিষয়ে অনেক কিছু জানতে পারেন বলে বুদ্ধিজীবীরা জানিয়েছেন।মেলা উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়।