শিলিগুড়ি,৭ জানুয়ারিঃ দীর্ঘ ৫ বছর পর চরস মামলায় দুই মহিলাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একমাস সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল শিলিগুড়ি এনডিপিএস কোর্ট।যদিও এক অভিযুক্ত মহিলার কয়েক বছর আগেই মৃত্যু হয়েছে।
শিলিগুড়ি এনডিপিএস কোর্টের সরকারি পক্ষের আইনজীবী দিলীপ রায় জানান, ২০১৫ সালের ১৪ জুলাই ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ১০ কিলো চরস সহ বাসন্তী মগর ও সাবিত্রী বুরা মগর নামে দুই মহিলাকে আটক করে এসএসবি।এরপর খড়িবাড়ি থানার পুলিশের হাতে দুই অভিযুক্ত মহিলাকে তুলে দেয় এসএসবি।এরপর গত ৫ বছর ধরে শিলিগুড়ি মহকুমা আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলছিল।অবশেষে আজ মামলার রায় শোনায় আদালত।মোট ছয় বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত।তবে মামলা চলাকালীন বাসন্তী মগর ও সাবিত্রী বুরা মগর জেল হেপাজতেই ছিল।জেল হেপাজতে থাকাকালীন মৃত্যু হয় বাসন্তী মগরের।