শিলিগুড়ি,২৫ ফেব্রুয়ারিঃ আগামী ২৮ ফেব্রুয়ারি হবে ব্রিগেড সমাবেশ।সেই সমাবেশকে সফল করতে বৃহস্পতিবার দার্জিলিং জেলা বামফ্রন্টের তরফে একটি মহামিছিল বের করা হয়।তবে এবারে প্রচারের ধরণটা একটু আলাদা।বামেদের মহামিছিলে এবার নতুন স্লোগান “টুম্পা ব্রিগেড চলো”।
জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গানটির প্যারোডি সংস্করণই ব্রিগেড সমাবেশের প্রচারে ব্যবহার করা হয়েছে।এই প্যারোডি সংস্করণে তৃণমূল এবং বিজেপির প্রতি বিদ্রুপ যেমন রয়েছে তেমনি আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে।গানে বার-বার ফিরে এসেছে “টুম্পা তোকে নিয়ে ব্রিগে়ড যাব”।
এদিন এয়ারভিউ মোড় থেকে বামেদের মহামিছিলটি শুরু হয় বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয়।সেই মিছিলে শোনা যায় বামেদের নতুন স্লোগান “টুম্পা ব্রিগেড চলো”।অন্যদিকে বাম নেতা অশোক ভট্টাচার্য এই গানটিকে সমর্থন জানিয়ে “প্যারোডি” বলে আখ্যা দেন।