খড়িবাড়ি, ২১ জুনঃ ভারত-নেপাল সীমান্তের এসএসবি’র ১৯ নম্বর ব্যাটালিয়ানের সমস্ত সমবায় এবং সীমান্ত চৌকিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল।
এসএসবি’র ১৯ নম্বর ব্যাটালিয়ানের সেকেন্ড ইন কমান্ডেন্ট জয় প্রকাশ, ডেপুটি কমান্ডেন্ট নবীন কুমার রায় সহ ৫০০ জন জওয়ান এবং গ্রামবাসীরা এদিনের যোগ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিন যোগব্যায়াম এর বিভিন্ন কার্যকারিতার কথা বলেন সেকেন্ড ইন কমান্ডেন্ট জয় প্রকাশ।


