খড়িবাড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের তরফে সিভিক অ্যাকশন কর্মসূচির আওতায় বিওপি বাজারুচাট গ্রামে একটি নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা এবং পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরের এলাকায় বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।এছাড়া বিনামূল্য ওষুধও বিতরণ করা হয়।
অন্যদিকে পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট(মেডিক্যাল)ডাঃ রিঙ্কু দে, সেক্টর হেডকোয়ার্টার রানীডাঙা কমান্ডেন্ট(পশু)ভিক্টো সাহা, ৪১ নম্বর ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ডেন্ট অকেন্দ্র সিং, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হরজিৎ রাও সহ অন্যান্য জওয়ানরা উপস্থিত ছিলেন।