শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ শনিবার রানীডাঙায় এসএসবি’র সীমান্ত মুখ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হল।
এদিন নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেন এসএসবি’র মহানিরীক্ষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।এরপর এসএসবি-র জওয়ানরা সুভাষচন্দ্রের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিনের অনুষ্ঠানে এসএসবি’র মহানিরীক্ষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ডঃ নীলিমা চৌধুরী কমাডেন্ট(মেডিক্যাল), এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সুভাষ চন্দ্র নেগী, কমাডেন্ট নীরজ চন্দ্র সহ ব্যাটালিয়ানের সমস্ত আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন।এছাড়াও এদিন শহীদ ভুপাল সিং পার্কের উদ্বোধন করেন মহানিরীক্ষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।