শিলিগুড়ি, ২৪ আগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসলো সিবিআই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজ সকালেই আসে সিবিআই এর একটি দল। দলটি দুটি ভাগে ভাগ হয়ে একটি দল রয়েছে উপাচার্যের আবাসনে অন্য একটি দল প্রশাসনিক ভবনে উপাচার্যের যে চেম্বার রয়েছে সেখানেই রয়েছে। সেখানেই উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
সুবীরেশ ভট্টাচার্যের আবাসনের নিরাপত্তা রক্ষীরা জানান, ১০-১২ জনের একটি দল আসে। এরপর দলটি দুটি ভাগে ভাগ হয়ে যায়।
জানা গিয়েছে, বেশ কয়েকবছর এসএসসি এর চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সেইসময় নিয়োগে বেশকিছু দুর্নীতি হয়েছিল বলেই অভিযোগ।সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই এর উত্তরবঙ্গে আসা।