শিলিগুড়ি,১১ এপ্রিলঃ করোনার গ্রাসে গোটা বিশ্ব।ভারতে করোনা মোকাবিলায় চলছে লকডাউন।এই অবস্থায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক দায়িত্ব পালন করার কথা বলেছে।প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বহু সংস্থা।
এবার এগিয়ে এলো শিলিগুড়ি টি অকশন কমিটি।আজ শিলিগুড়ির একটি ভবনে পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাতে ৩০০ পিপিই কিট তুলে দেন সংস্থার সদস্যরা।এছাড়াও মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ৫ লক্ষ টাকা প্রদান করেন সংস্থার সদস্যরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান কমল কিশোর তিওয়ারি,ভাইস চেয়ারম্যান প্রবীর শীল,অরুণ পেডিওয়াল,বিনোদ আগরওয়াল,রাজীব জৈন সহ অন্যান্যরা। সংস্থার তরফে আগামীতেও আরও সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।