শিলিগুড়ি, ৭ জুলাইঃ সমাজ ও মানবাধিকার কর্মী স্ট্যান স্বামীর জেল হেফাজতে মৃত্যুর তদন্তের দাবিতে বুধবার হাসমি চকে বিক্ষোভ দেখালো ফ্যাঁসিবাদ বিরোধী নাগরিক মঞ্চ এবং এপিডিআর।
জানা গিয়েছে, এদিন স্ট্যান স্বামীর মৃত্যুর তদন্ত সহ বিভিন্ন দাবিতে সোচ্চার হন তারা।স্ট্যান স্বামীর মৃত্যুর জন্য কেন্দ্র সরকার দায়ী বলে অভিযোগ করেন তারা।বিক্ষোভ স্থল থেকে কেন্দ্র সরকারের পদত্যাগের দাবিও তোলেন তারা।
প্রসঙ্গত,জেলা হেফাজতে থাকাকালীন গত সোমবার মৃত্যু হয়েছে এলগার পরিষদ মামলায় অভিযুক্ত স্ট্যান স্বামীর।এই ঘটনার পর থেকে তার মৃত্যুর তদন্তের দাবিতে সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দল।ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন সোনিয়া গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দশ বিরোধী দলনেতা।
এপিডিআর এর সম্পাদক অভিরঞ্জন ভাদুড়ি বলেন, স্ট্যান স্বামীর জেল হেফাজতে মৃত্যুর তীব্র বিরোধিতা করছি।কেন্দ্র সরকারের এনআইএ সারা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে।যারা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে তাদের বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আটকে রাখা হচ্ছে।আমরা এই ধরনের জনবিরোধী অগণতান্ত্রিক সমস্ত ধরনের কার্যকলাপের বিরোধিতা করছি।