রাজগঞ্জ, ২৮ নভেম্বরঃ রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে রাজগঞ্জে নারী পাচার এবং গৃহবিবাদের শিকার নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, রবিবার রাজগঞ্জ বিডিও অফিসে জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম ও প্রশাসনের সহযোগিতায় এই শিবির করা হয়।মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে শিবিরে নারী পাচার ও গৃহবিবাদ কিভাবে এড়িয়ে চলা যায় তা নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি এধরনের শিকার হলে কোথায় যোগাযোগ করতে হবে এবং কি সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে সেব্যাপারে অবগত করা হয়।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লিনা গঙ্গোপাধ্যায় বলেন, সতর্ক থাকলে নারী পাচার ও গৃহবিবাদ এড়িয়ে চলা যায়।যদি কেউ এধরনের ঘটনার শিকার হন তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানান।
দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার বলেন, অনেকে পাচার চক্রের খপ্পরে পড়ছেন এবং গৃহ বিবাদের শিকার হচ্ছেন।তাই রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক শিবির করা হচ্ছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের উপাধ্যক্ষ মহুয়া পাঁজা, সদস্য দেবযানী লাহিড়ী, রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার ও রাজগঞ্জ থানার পুলিশ।